Abacas Mind পাটিগাণিতিক গণনা সম্পাদনের একটি প্রাচীণ যন্ত্র অ্যাবাকাস, যাতে একটি কাঠের ফ্রেমে বসানো তারে লাগানো গুটি উপরে-নিচে সরিয়ে গণনা করা হয়। এই অ্যাবাকাসই কালক্রমে আজকের কম্পিউটারে রূপ নিয়েছে।
আধুনিক এই কম্পিউটারের যুগেও অ্যাবাকাসের ব্যবহার বন্ধ হয়ে যায়নি। শিশুদের মেধাকে শানিত করতে সারাবিশ্বে এটির ব্যবহার দিন দিন বাড়ছে। মূলত কিছু কৌশল মেনে এই যন্ত্রের ধারাবাহিক ব্যবহারে এটি শিশুদের মস্তিষ্কে গেঁথে যায়। এর ফলে শিশুদের অংকে পারদর্শিতা, মনোযোগ, স্মরণশক্তি, মেধা ও কল্পনা শক্তি, আত্মবিশ্বাস, উপস্থিত বুদ্ধি, উপস্থাপনা, প্রতিভা, আত্মনির্ভরশীলতা, গতি ও নির্ভুলতা বেড়ে যায় অনেক। শুধু শিশুদের নয়; বৃদ্ধ বয়সীদের ব্রেনকে সচল রাখতেও বিশ্বব্যাপী এটির ব্যবহার হয়ে আসছে।